বিডিআর বিদ্রোহে সংঘটিত ট্র্যাজিডিতে মাসিক অনুদান

বিডিআর (BDR) বিদ্রোহে সংঘটিত ট্র্যাজিডিতে অনুদান

২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে ঢাকার পিলখানায় কিছু বিপথগামী বিডিআর সদস্য আমাদের সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারকে হত্যা করে। পিলখানায় বিডিআর বিদ্রোহে নির্মমভাবে নিহত শোকসন্তপ্ত পরিবারসমূহের সহায়তার জন্য যমুনা ব্যাংক ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এককালীন ২৫.০০ লক্ষ টাকা অনুদান দিয়েছে। এছাড়াও তিনটি পরিবারকে প্রতি মাসে ৪০ হাজার টাকা অনুদান দিচ্ছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ১০ বৎসর পর্যন্ত এটি চলবে।


বিডিআর বিদ্রোহে সংঘটিত ট্র্যাজিডিতে মাসিক অনুদান

বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকান্ডে শহীদ বীর সেনা কর্মকর্তাগণের ও টাঙ্গাইলের ঘাটাইলে হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত কর্মকর্তাদের পরিবারবগের্র মধ্যে তিনটি পরিবারকে প্রতিটি পরিবারের ২০১২ সালের জন্যে (৪র্থ মেয়াদে) মাসিক চলিস্নশ হাজার টাকা করে সর্বমোট =১৪,৪০,০০০/- (চৌদ্দ ল চলিস্নশ হাজার টাকার) চেক গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিচেছন যমুনা ব্যাংকের পরিচালক গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি এবং যমুনা ব্যাংকের পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

Events Calender