মুন্সিগঞ্জের গজারিয়ায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে মুন্সিগঞ্জের গজারিয়ার কলেজ রোড ও গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে ২টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও ১টি কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আত্মকর্ম সংস্থানের উদ্যেশে অসহায় গরীব মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
সেলাই প্রশিক্ষন কেন্দ্র
যমুনা ব্যাংক ফাউন্ডেশন আত্ম-কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন রকম প্রশিক্ষনে বিশ্বাসী। গরীব ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যমুনা ব্যাংক ফাউন্ডেশন ঢাকার রোকেয়া সরণী, বাড্ডা, রূপগঞ্জ, রায়েরবাজার (ঢাকা), লক্ষীপুর, লাকসাম, রংপুর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সেলাই প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হয়েছে। গরীব ও অসহায় মহিলাদের এসমস্ত সেলাই প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে সেলাই প্রশিক্ষন দেয়া হচ্ছে যাতে তারা সমাজের বোঝা ন হয়ে স্বাবলম্বী হতে পারে।
Events Calender