ফ্রি প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা

বস্তি এলাকায় ছিন্নমূল ফ্রি প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা

এক সমীক্ষায় দেখা গেছে দেশের হতঃদরিদ্র ও বস্তিবাসীর অধিকাংশ সন্তানরা লেখাপড়ার সুযোগ না পেয়ে অকালে ঝরে যায় এবং তারা শিক্ষার আলো না পেয়ে বিপথগামী হয়। ফলশ্রম্নতিতে দেশে ছিনতাই ও সন্ত্রাসের মাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হতঃদরিদ্র ও বস্তিবাসীর সন্তানদের যদি শিক্ষার আওতায় আনা হয় তাহলে তারা দেশের উন্নতিতে অনেক অবদান রাখবে - এ বিশ্বাসকে সামনে রেখে যমুনা ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি বস্তিবাসী-হতঃদরিদ্র ছেলেমেয়েদের পড়ালেখার আওতায় আনার জন্য ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার বস্তিতে যমুনা ব্যাংক ফ্রি প্রাইমারী স্কুল ব্যানারে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। এ স্কুলে দুই শিফটে প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী বিনা পয়সায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে।

Events Calender