যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর কম্পিউটার প্রশিক্ষণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় কম্পিউটার ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে মুন্সিগঞ্জের গজারিয়ার কলেজ রোড ও গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে ২টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও ১টি  কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আত্মকর্ম সংস্থানের উদ্যেশে অসহায় গরীব মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

 

জেবিআইআইসিটি এর ফ্রি কম্পিউটার প্রশিক্ষন কোর্স সম্পন্নকারী প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জেবিআইআইসিটি কর্তৃক ফ্রি কম্পিউটার প্রশিক্ষন কোর্স সম্পন্নকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আলহাজ্ব নূর মোহাম্মদ, চেয়ারম্যান, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম। এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ মামুন মাহমুদ, বোর্ড সেক্রেটারী জনাব এম এ রউফ, সোনারগাঁও রোড শাখার শাখা ব্যাবস্থাপক জনাব মোঃ মনিরুজ্জামান খানসহ জেবিআইআইসিটি এর  ৩টি কোর্স সম্পন্নকারী  প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য যে গত ১৬/০২/২০১৭ইং গরীব মেধাবী গ্র্যাজুয়েটদের আত্মকর্মসংস্থানের সৃস্টি ও বিনামূল্যে কম্পিউটার, ইনফরমেশন, কমিউনিকেশন এবং টেকনোলজির উপর কর্মদক্ষতা বৃদ্বির লক্ষ্যে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সার্বিক তত্তাবধানে জেবিআইআইসিটি স্থাপন করা হয়।
যমুনা ব্যাংক ইন্সিটিউট অব ইনফরমেশন, কমিউনিকেশন ও টেকনোলজির উদ্বোধন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে গরীব মেধাবী গ্র্যাজুয়েটদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বিনামুল্যে কম্পিউটার, ইনফরমেশন, কমিউনিকেশন ও টেকনোলজির উপর কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের উদ্দেশ্যে যমুনা ব্যাংক ইন্সিটিউট অব ইনফরমেশন, কমিউনিকেশন ও টেকনোলজির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ। এছাড়া ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও আগ্রহী প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রাথমিকভাবে ১২০জন প্রশিক্ষণার্থী তালিকাভুক্ত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষন ল্যাবরেটরী

অধ্যয়নরত সিনিয়র নার্সদের কম্পিউটার বিজ্ঞানে প্রশিক্ষিত হওয়া অত্যন্ত জরুরী। মান সম্মত নার্স একটি দেশের জনস্বাস্থ্যের জন্য অমূল্য সম্পদ। মান সম্মত নার্স তৈরী করার অভিপ্রায়ে বিএসসি নার্সিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞানে প্রশিক্ষন প্রদানের জন্য যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে “যমুনা ব্যাংক বিএসসি নার্সিং কম্পিউটার ল্যাবরেটরী” ব্যানারে একটি কম্পিউটার প্রশিক্ষন ল্যাবরেটরী প্রতিষ্ঠা করা হয়েছে। এতে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আমাদের বিশ্বাস।

বাংলাদেশ জাতীয় বধির সংস্থায় কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র চালু

শ্রবন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে এবং কম্পিউটার বিজ্ঞানে প্রশিক্ষন প্রদানের নিমিত্তে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ জাতীয় বধির সংস্থায় একটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র চালু রয়েছে। এই প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে শ্রবন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দেশের জন্য দায় নয় বরং সম্পদে পরিণত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়ন ও পরিচালনায় এই কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রটি শ্রবন ও বাক প্রতিবন্ধীদের জীবনে নতুন আশার আলো জ্বালবে।

Events Calender