মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ও ১৬ ডিসেম্বর যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা ব্যাংক লিমিটেডের ঢাকার কর্পোরেট অফিসে ও কক্সবাজারের চকরিয়ায় “স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক গণ সহ প্রধান কার্যালয় ও ব্যাংকের সকল শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৮৫ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।
জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন
যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী, উর্ধ্বতন কর্মকর্তাগণ, আশপাশের শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রক্তদান কর্মসূচীতে প্রায় ৫০জন স্বেচ্ছায় রক্তদান করেন।
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
সম্প্রতি ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, মোঃ ইসমাইল হোসেন সিরাজী। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান, আলহাজ্ব নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম, এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাইফুদ্দীন আহমদ, মোঃ মোফাজ্জল হোসাইন, মোঃ আবদুস সালামসহ প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী, ব্যাংকটির ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী ৫টি জেলার সকল শাখার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের প্রায় ১০০ জন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্ত প্রদান করেন।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও সেমিনার
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল আহার, স্টেশন রোড, রংপুরে "স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ব্যাংকিং ও মানব সেবায় সিএসআর এর ভূমিকা অপরিহার্য " শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ভরসা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ এর উপব্যাবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের ১৭ জন কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। এর পূর্বে "মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে রক্তদান কর্মসূচী ও সেমিনার
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল আগ্রাবাদ, চট্টগ্রামে "স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ব্যাংকিং ও মানব সেবায় সিএসআর এর ভূমিকা অপরিহার্য " শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভরসা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। যমুনা ব্যাংকের ২৯ জন কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। এর পূর্বে "মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়" শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় সেমিনার ও রক্তদান কর্মসূচী
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার আইডিইবি তে "ব্যাংকিং সেবা ও সিএসআর এর গুরুত্ব অপরিসীম " শীর্ষক সেমিনার উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, কানুতোষ মজুমদার, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। যমুনা ব্যাংকের ৯২ জন কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রক্তদান কর্মসূচী ও বিনামূল্যে চক্ষু শিবির
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে লাউয়াছরা, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে রক্তদান কর্মসূচী ও বিনামূল্যে চক্ষূ শিবির, গাইনি ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান কানুতোষ মজুমদার। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মুশাররফ হুসেইন ও ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। স্বেচ্ছায় যমুনা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ২৩ ব্যাগ রক্তদান করেন। চিকিৎসা শিবিরে ৫৬৬ জন মানুষকে চক্ষূ, গাইনি ও সাধারণ চিকিৎসা সেবা দেয়া হয় ও ৫২ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
চট্টগ্রামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
চট্টগ্রামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
বগুড়ায় রক্তদান কর্মসূচি
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে বগুড়ায় রক্তদান কর্মসূচির উদ্যোগ নেয়া হয়।
জাতীয় প্রেসক্লাবে রক্তদান কর্মসূচি
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে ঢাকার প্রেস ক্লাবে রক্তদান কর্মসূচির উদ্যোগ নেয়া হয়।
চট্টগ্রামে রক্তদান কর্মসূচী
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবে রক্তদান কর্মসূচি
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচির উদ্যোগ নেয়া হয়।
রক্তদান কর্মসূচী
মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় রক্তের প্রয়োজন অনস্বীকার্য। সেই লক্ষ্যে আমরা যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর ঢাকা চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়াসহ দেশের বিভিনড়ব শহরে রক্তদান কর্মসূচীর আয়োজন করে থাকি। এই কর্মসূচীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় আলহাজ্ব নূর মোহাম্মদ নিজে রক্ত দানের মাধ্যমে কর্মসূচীর সূচনা করে থাকেন। তাছাড়া এতে বোর্ডের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণও স্বেচ্ছায় রক্তদান করে থাকেন।