২০০১ সালের জুন মাসে যমুনা ব্যাংকের জন্ম। ব্যাংক একটি বানিজ্যিক প্রতিষ্ঠান হলেও বিভিন্ন "কর্পোরেট সামাজিক দায়িত্ব" সংক্রান্ত কার্যক্রম করে যেমনঃ মডেল ভিলেজ প্রতিষ্ঠা, সোলার ভিলেজ প্রতিষ্ঠা, গরীব অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার্থে বৃত্তি প্রদান, প্রতি বছর ব্যাংকের নির্বাহী, কমর্কতা ও কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, ক্বিরাত প্রতিযোগিতা, বিনামূল্যে চক্ষু শিবির, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষের জন্য ত্রান সহায়তা, হত-দরিদ্রদের শীত নিবারণের জন্য কম্বল তরণ, বৃদ্ধ নিবাস প্রতিষ্ঠা, মাদকাসক্তদের নিরাময়প্রকল্পে ঢাকার মিরপুরে নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা, আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠায় অনুদান, বস্তিবাসী-ছিন্নমূল ছেলেমেয়েদের জন্য যমুনা ব্যাংক ফ্রি প্রাইমারী স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা ইত্যাদি সমাজসেবামূলক কর্মকান্ড সমাজের সচেতন মহলে বিপুল সাড়া জাগিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক ইতিমধ্যেই বিশেষভাবে প্রশংশিত হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশন গতানুগতিক "কর্পোরেট সামাজিক দায়িত্ব" এর বাইরে ব্যতীক্রমধর্মী কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কর্পোরেট সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক গৃহীত বিভিন্ন ধরণের কর্পোরেট সামাজিক কার্যক্রম এর একটি সংক্ষিপ্ত বিবরণী সর্বসমক্ষে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এটা আত্ম প্রচারনার জন্য নয় বরং এটা আবেদনমূলক। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও যেন এ ব্যাপারে এগিয়ে আসে এবং সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে ভূমিকা পালন করে সমাজ বিবর্তনে ইতিবাচক ধারার সৃষ্টি করে।
সবার প্রতি রইল অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ।
মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী , যমুনা ব্যাংক
ও
সদস্য সচিব, যমুনা ব্যাংক ফাউন্ডেশন
Jamuna Bank Limited is established in the month of June, 2001. Jamuna Bank Limited, being a commercial institute has social responsibilities. Being a youngest among the private commercial Banks, Jamuna Bank Limited is the pioneer in the Corporate Social Responsibilities. Jamuna Bank is well-known for its diversified and exceptional types of CSR activities. Jamuna Bank Foundation is established in the year –2007 with a view to administering CSR activities through planned and integrated ways. A definite portion of Operational Profit is given to Jamuna Bank Foundation for administering expenditure for CSR activities. Many exceptional CSR activities are taken by Jamuna Bank Foundation Viz. Establishment of Model village, Solar village, scholarship is given to the poor and meritorious students for higher study, voluntary Blood donation programme in every years by the bank’s Executive, Officers & Staff, Qirat competition, Free Eye Camp, Relief for the natural disaster’s affected people, distribution of Blanket among the unprivileged people for relief from cool of winter, establishment of old home, establishment of cure center for drug affected persons at Mirpur Dhaka, Sewing training center for self-employment, grant for establishment of Liberation War Museum, establishment of Jamuna Bank free primary School, Madrasa for the off-spring of slum dwellers etc and these social activities have created great enthusiasm among the conscious group of the society and meanwhile these have been greatly praised by Bangladesh Bank and other Regulatory Bodies. Beyond these Social activities Jamuna Bank Foundation are administering some exceptional type of CSR activities in some national important issues.
This is our small effort for raising the issues to the people on different CSR activities adopted by Jamuna Bank Foundation.
This is not for self-advertisement, rather it is appealing. Our main purpose is to create positive response for coming forward by other Corporate Body through Social revolution for the welfare & development of unprivileged and downtrodden people.
Thanks to all. Khoda Hafez.
Mirza Elias Uddin Ahmed
Managing Director & CEO, Jamuna Bank Limited
&
Member-Secretary, Jamuna Bank Foundation